Tuesday, May 30, 2023
Home > জাতীয় সংবাদ > এডিসের লার্ভা পাওয়ায় ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা ডিএনসিসির

এডিসের লার্ভা পাওয়ায় ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা ডিএনসিসির

এপিপি বাংলা : এডিস মশার প্রকোপ নির্মূলে একযোগে ১০টি অঞ্চলে অভিযান চালিয়ে ৪ মামলায় ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিভিন্ন ভবন স্থাপনা পরিদর্শন করে এডিস মশার লার্ভা পাওয়ায় এই জরিমানা করা হয়। এছাড়াও দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৪সেপ্টেম্বর) ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেটগণ এসব অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর সকালে রাজধানীর উত্তরায় আজমপুর এলাকায় এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিয়ে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম ডিএনসিসি এলাকায় ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে সপ্তাহ ব্যাপী বিশেষ অভিযান চালানোর নির্দেশ প্রদান করেন।

ডিএনসিসির অঞ্চলগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে এডিস মশা নির্মূলে সতর্ক করে দেয়া হয়। সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে সচেতন করেন।

এছাড়া নিয়মিত কাজের অংশ হিসেবে ৫৪টি ওয়ার্ডেই মশক নিধন ওষুধ প্রয়োগ অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *