Friday, March 24, 2023
Home > প্রবাস > পাসপোর্ট সংশোধনের দাবিতে রোমে প্রবাসীদের মানববন্ধন

পাসপোর্ট সংশোধনের দাবিতে রোমে প্রবাসীদের মানববন্ধন

এপিপি বাংলা : বাংলাদেশ থেকে আনা জন্মসনদে উল্লেখ করা বয়স দিয়ে নতুন পাসপোর্ট দেয়ার দাবিতে ফের মানববন্ধন করেছে রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে প্রবাসী বাংলাদেশি। এ সময় মানববন্ধনে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরা তাদের পুরোনো পাসপোর্টের বয়স সংশোধনের জন্য দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান।

জানা যায়, এদের মধ্যে বেশিরভাগ প্রবাসী গত কয়েক বছরে বিভিন্ন দেশ থেকে পালিয়ে অবৈধপথে ইতালিতে প্রবেশ করেন। পরে বিভিন্ন কারণে বয়স কমিয়ে বৈধতার আবেদন করেন তারা। তবে বর্তমানে বৈধভাবে থাকার অনুমতি পেলেও বাংলাদেশি পাসপোর্টের অভাবে বৈধ হতে পারছেন না তারা।

তবে এ বিষয়ে দূতাবাস বলছে, বাংলাদেশ সরকার থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ধরনের বয়স সংশোধন আবেদন গ্রহণ করবেন না তারা।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *