বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সম্মিলিত প্রয়াস নিয়ে গঠিত বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর উদ্যোগে ভেজাল বিরোধী সচেতনতামূলক কার্যক্রমের ২য় দিন চম্পকনগর বাজারে পরিচালনা করা হয়েছে।
২৫ মার্চ শনিবার সকাল ১১ ঘঠিকার সময় উপজেলার চম্পকনগর বাজারের উক্ত কর্মসূচীর ২য় দিনের কার্যক্রম চালানো হয়। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মাছুম ও চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় তিনি উক্ত সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন দোকানের মালিক ও উপস্থিত বিভিন্ন ক্রেতার মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন। এবং মানুষকে ভেজাল খাদ্যের ক্ষতিকারক দিক তুলে ধরে তা পরিহার করার জন্য সচেতন করেন।
এসময় বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর সভাপতি মোঃ আব্দুর রশিদ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান শান্ত, সহ-সভাপতি মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, সদস্য মোঃ জহিরুল ইসলাম সুজন, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও ইন্সপেক্টর ইনচার্জ নীরেন্দ্র চন্দ্র দেবনাথ, বিজয়নগর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) আতিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন।